বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ নিয়ে যা বললেন বুলবুল

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ২১:১৬
ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ নিয়ে যা বললেন বুলবুল
বিসিবি সভপতি আমিনুল ইসলাম বুলবুল 

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু, ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর থেকে দোলাচলের মধ্যে রয়েছে সিরিজটি। নির্ধারিত সময়ের মাত্র মাসখানেক বাকি থাকলেও নিশ্চিত নয় এই সফর। রোহিত-বুমরাহদের অনিশ্চিত সেই সফর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। আলোচনা চলছে কিভাবে সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে এখন তারা না আসতে পারে, তাহলে পরের উইন্ডোতে হবে। আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, তো চেষ্টা করব সেই সময়টায় খেলার। তবে এখন এর বেশি বলতে পারছি না।’

কী কারণে এই সিরিজ নিয়ে শঙ্কা তারও কিছুটা জানালেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আগস্টেই হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে তারা সিদ্ধান্তের জন্য অপক্ষো করছে। এছাড়া, তাদের জাতীয় দল বর্তমানে ইংল্যান্ড সফরে আছে।’

তবে আশা হারাচ্ছেন না বুলবুল। দুই দেশেরে বোর্ডের মধ্যে আলাপে ইতিবাচক দিক দেখছেন। তিনি যোগ করেন, ‘আামাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এতে এখনও আমরা আশাবাদী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে