নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে উদযাপিত হলো দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের প্রতিনিধি আল নোমান শান্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে, জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, থানার ওসি মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং,
প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মোহন মিয়া, প্রবীণ সাংবাদিক ও সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল,সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,
আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক সুমন রায়, ধনেশ পত্রনবীশ,প্রেসক্লাব কোষাধ্যক্ষ কালিদাস সাহা,নির্বাহী সদস্য জুয়েল রানা, সাহিত্যিক সংগঠন পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, শিক্ষক মাসুদুর রহমান ফকির, শাহিন মিয়াসহ অনেকেই।
প্রধান অতিথি ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ‘কালের কণ্ঠ মাল্টিমিডিয়া একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে তথ্যনির্ভর এবং সময়োপযোগী সংবাদ পরিবেশনে অনন্য ভূমিকা রেখে চলেছে। এমন একটি প্ল্যাটফর্ম দুর্গাপুরের মতো প্রান্তিক এলাকায় গণমাধ্যমের গুরুত্ব আরও বাড়িয়েছে।’
জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ বলেন, ‘এক বছরের পথচলা শুধু সময়ের গোনাগুনতি নয়—এটি একটি মাইলফলক। এই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা যেভাবে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’