নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো ঈদের বিশেষ ধারাবাহিক (৭পর্ব) নাটক ‘গণক’।
রাজীব মণি দাসের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, আশরাফুল আশিষ, ফাহমিদা তৃষা, মাসুদ মহিউদ্দিন, সায়কা আহমেদ, মাসুদ রানা মিঠু, সুজাত শিমুল, ফরিদ হোসাইন, রিকি রাফাত প্রমুখ।
নির্মাণ প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, ‘আমাদের সমাজে হাত গণনা কিংবা ভাগ্য গণনা নিয়ে নানান কুসংস্কার রয়েছে। সেরকম একটা গল্প নিয়ে বিনোদনের মাধ্যমে মানুষকে সচেতনতা করার প্রয়াসে এমন গল্প নির্মাণ করা।
প্রতিবারের ন্যায় এবারও আমাদের গল্পে ভিন্নতা রয়েছে। আশা করছি নাটকটি দেখে দর্শক তৃপ্ত হবে।’
গল্পের নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘সারাদিনের ক্লান্তিবোধ শেষে মানুষ একটু বিনোদন খোঁজে। আর তাই দর্শকদের সেই মনের খোরাকের কথা বিবেচনায় রেখেই কমেডি গল্প মাথায় আসে। গণক নাটকটি তেমনই সমাজ জীবনের গল্প।’
আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।