শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

করুণ সুরে

তাছাদ্দুক হোসেন
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
করুণ সুরে

জল টলমল পদ্মপুকুর ভরাট হয়ে মাঠ

তলিয়ে গেছে অথই জলে শানবাঁধানো ঘাট।

তাল-সুপারি হিজল জারুল টকটকে কিংশুক

মুন্ডু এদের পড়ল কাটা থুবড়ে পড়ে মুখ।

বিলের জলে এক ডুবেতে শালুক তুলে আনা

পদ্মডাঁটা গলায় পরে হাওয়ায় মেলে ডানা

আলের পথে ঘরকে ফেরা গাঁয়ের ছেলে-মেয়ে

আর ফিরে কই কোথায় দেখি অবাক হয়ে চেয়ে!

\হ

বিল শুকালো, জল জলেতে নেই কো কানাকানি

ঝিরঝিরিয়ে বইছে নদী এই হাঁটুজল পানি

নেই খেয়াঘাট নেই কো ডিঙা নেই পারানি মাঝি

গিলল কে জল কেমনতরো বদমেজাজি পাজি!

মরছি খুঁজে এই বেলাতে কই সে আমার গাঁও

কই যে কোথায় হারিয়ে গেল হলদে পাখির ছাও

মন যে পোড়ে কেবল পোড়ে সইতে পারি না যে!

সুখ মোড়ানো স্মৃতির বাঁশি করুণ সুরে বাজে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে