শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
জেনে নিন

বিচারাধীন মাদক মামলার সংখ্যা প্রায় দুই লাখ

সর্বশেষ তথ্যসূত্র অনুযায়ী, গত বছর ঢাকায় মাত্র ৬৫৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ঢাকার পর সবচেয়ে বেশি মামলা বিচারাধীন রয়েছে চট্টগ্রামে। এ জেলায় বর্তমানে ২০ হাজার ৯৬টি মামলা বিচারাধীন; নিষ্পত্তি ৭১৯টি। এরপর যথাক্রমে কুমিলস্নায় ৯ হাজার ৯৬২, রাজশাহীতে ৮ হাজার ১১৮, নারায়ণগঞ্জে ৭ হাজার ৯৮৭, ময়মনসিংহে ৭ হাজার ২৮০, কক্সবাজারে ৬ হাজার ৮৭৯, যশোরে ৬ হাজার ৭৮, গাজীপুরে ৫ হাজার ৭০, নওগাঁয় ৪ হাজার ৩০০টি মামলা বিচারাধীন।
আইন ও বিচার ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

গত ৮ নভেম্বর সংসদে উত্থাপন করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) ২০২০ বিল- যেটিতে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করে মাদক মামলার বিচারে প্রতি জেলায় পৃথক মাদকদ্রব্য অপরাধ ট্রাইবু্যনাল গঠনের বিধান বাদ দেওয়া হয়।

বিদ্যমান মাদকদ্রব্য আইনের ৪৪ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনীয় সংখ্যক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবু্যনাল স্থাপন করতে পারবে। তা ছাড়া ট্রাইবু্যনাল স্থাপন না হওয়া পর্যন্ত সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে সংশ্লিষ্ট জেলার যে কোনো অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজকে তার দায়িত্বের অতিরিক্ত ট্রাইবু্যনালের দায়িত্বও দিতে পারবে।

কিন্তু এবার আইন সংশোধন করে ওই পৃথক ট্রাইবু্যনাল গঠনের বিধান বাদ দিয়ে কর্মরত অতিরিক্ত জেলা জজদেরই অন্যান্য মামলার পাশাপাশি মাদক মামলার বিচারের দায়িত্ব দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আইন সংশোধনের বিষয়ে প্রস্তাবিত বিলে বলা হয়েছে, এখতিয়ারসম্পন্ন আদালতকে মামলা পাওয়ার তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। কেউ আপিল করতে চাইলে রায় দেওয়ার ৩০ দিনের মধ্যে তা করতে হবে।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের নিম্ন্ন আদালতে বর্তমানে ১ লাখ ৭৭ হাজার ৮৯টি মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে ২৬ হাজার ১২৪টি মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায়। চলতি বছরে গত ১০ মাসে সারাদেশে মাদক মামলার সংখ্যা বেড়ে এখন দুই লাখ ছাড়িয়ে গেছে।

দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ২৩ হাজার ৭৬৪টি মাদক মামলা বিচারাধীন। আদালতের সর্বশেষ তথ্যসূত্র অনুযায়ী, গত বছর ঢাকায় মাত্র ৬৫৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ঢাকার পরে সবচেয়ে বেশি মামলা বিচারাধীন রয়েছে চট্টগ্রামে। এ জেলায় বর্তমানে ২০ হাজার ৯৬টি মামলা বিচারাধীন; নিষ্পত্তি ৭১৯টি। এরপর যথাক্রমে কুমিলস্নায় ৯ হাজার ৯৬২, রাজশাহীতে ৮ হাজার ১১৮, নারায়ণগঞ্জে ৭ হাজার ৯৮৭, ময়মনসিংহে ৭ হাজার ২৮০, কক্সবাজারে ৬ হাজার ৮৭৯, যশোরে ৬ হাজার ৭৮, গাজীপুরে ৫ হাজার ৭০, নওগাঁয় ৪ হাজার ৩০০টি মামলা বিচারাধীন। গত বছর ৬৪ জেলায় নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৬৭৬টি মামলা। এর মধ্যে শরীয়তপুর ও মাদারীপুরে মাদকসংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে যথাক্রমে দুটি ও ছয়টি। দুটি জেলায় বর্তমানে ২ হাজার ২৫৫টি মামলা বিচারাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে