শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নৃতত্ত্ব পুরাণ

খৈয়াম কাদের
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
নৃতত্ত্ব পুরাণ

শিল্পিত মিথ্যের তাপে কথারা জখম হয় শ্রোতারা রক্তাক্ত হয় কথক উড়তে থাকে পিরামিড ঐতিহ্যের নামে মুখপুস্তক থেকে শিলাবৃষ্টির মতো বিচিত্র বিস্ময় ঝরে পড়ে অমাবস্যা খুটে খায় রৌদ্রের প্রত্যয়! মৃতদের মুখোমুখি হলে ইতিহাস দোনোমনা করে দৃশ্যকে সরিয়ে দেয় পাঠান্তরে তথ্যের নিবাসে গুগলের হামাগুড়ি চলে শ্মশানে আশ্রয় খোঁজে জ্ঞানাদ্র বিদ্যার ক্যারাভান আঁধারের কোষে কাঁদে চিরায়ত জীবনের নৃতত্ত্ব পুরাণ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে