এত আলোর ঝিলিমিলি রশ্মি
চারিপাশে এত উন্মাদনা
পটকার মুহুর্মুহু শব্দে প্রকম্পিত সারা বিশ্ব,
শহরের অলিগলি হোটেল রেস্তোরাঁ
নতুন সাজে সজ্জিত,
সকলি তোমার জন্য, তোমায় নতুন রূপে,
নতুন স্বপ্নে, বরণ করে নেওয়ার জন্য।
তুমি আসলে কি?
কখনো শান্তির সুবাতাস ছড়িয়ে দাও
কখনো বা অশান্তি ও স্বপ্ন ভংগের কারন।
তোমার জন্য বিশ্ব অধীর আগ্রহে
কখনো বা বিরুদ্ধে।
দোহাই তোমার
একটু শান্তি ফিরিয়ে আনো।
মেঠো পথ থেকে গঞ্জ, গঞ্জ থেকে শহর
কহর দেশ ছড়িয়ে বিশ্বের প্রতিটি জনপদে
একটু শান্তিতে যেন ঘুমাতে পারে সবাই।
তোমার অপেক্ষায় নির্ঘুম সারা পৃথিবী
হে নববর্ষ,
স্বাগত জানাই লক্ষ কোটি বার
তোমার পদার্পণ হোক নতুন সাজে
নতুন স্বপ্নে
শুভ নববর্ষ ২০২৫
শুভ হোক তোমার সকল ক্ষণ।