বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দেশে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬২, মৃত্যু নেই

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২২, ১৭:৩৭
দেশে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬২, মৃত্যু নেই
দেশে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬২, মৃত্যু নেই

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে শনাক্তের হার দশমিক ৫৬ তবে এই সময়ে নতুন করে কোনো মৃত্যু হয়নি

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে পরীক্ষা করা হয় চার হাজার ৫৫২টি নমুনা নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১৪টি পরীক্ষায় ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে

অধিদফতরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে কারও মৃত্যু হয়নি ফলে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই স্থির আছে এছাড়া করোনায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৫৯৭ জন পুরুষ (৬৩ দশমিক ৮৪ ভাগ) ১০ হাজার ৫৩৪ জন নারী (৩৬ দশমিক ১৬ ভাগ) রয়েছেন

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৯ জন নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ হাজার ৪১৬ জনে আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৫৬ ভাগ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ ভাগ এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয় বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের মার্চ এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে