শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
walton

একদিনে সর্বোচ্চ ১৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যাযাদি দেস্ক
  ০৩ জুন ২০২৩, ১৯:১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী দেশের ‌বি‌ভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যেটি এ বছরের একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (০৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী দেশের ‌বি‌ভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ আর ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) সর্বোচ্চ ১১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৫ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে