শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নীতি বদলে আয় হারাচ্ছে টুইটার

যাযাদি ডেস্ক
  ১৭ জুলাই ২০২৩, ১৪:৪৩
নীতি বদলে আয় হারাচ্ছে টুইটার

দিন দিন টুইটারে আয় কমে যাচ্ছে। প্রত্যাশা অনুযায়ী কয়েকমাস ধরে আয় করতে পারছে না। কমতে কমতে লজের খাতায় নাম লিখানোর উপক্রম। বিজ্ঞাপন থেকে যে আয় হত তা একেবারে কমে গেছে। বিশেষ করে ইলন মাস্ক দায়িত্বগ্রহণের পর বিজ্ঞাপন থেকে পাওয়া রাজস্বের প্রায় অর্ধেকই হারিয়েছে টুইটার। মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী মাস্ক নিজেই জানিয়েছেন এ তথ্য। খবর বিবিসির।

তিনি জানান, জুনে প্রত্যাশা অনুযায়ী আয় হয়নি। জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদও প্রকাশ করেন। টুইটারের ঋণের বোঝা সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছেন মাস্ক।

গত বছর অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয় করেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ধনকুবের ইলন মাস্ক। দায়িত্ব নিয়েই ব্যয় সংকোচনের নানা নীতি গ্রহণ করেন। শুরুতেই ছাটাই করেন প্রায় অর্ধেক কর্মী। ভেরিফিকেশনের জন্য অর্থ আদায়ের নিয়ম চালু করেন। এছাড়া সম্প্রতি আনভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা দৈনিক এক হাজার ও ভেরিফায়েড ব্যবহারকারীরা ১০ হাজার টুইট পড়তে পারবেন, চালু করেন এমন নীতিও।

মাস্কের এসব বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আগ্রহ হারিয়েছে বিজ্ঞাপনদাতারা এমন ধারণা বিশ্লেষকদের।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে