বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

স্মার্টওয়াচে মাপা যাবে শরীরের তাপমাত্রা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১২:২২
স্মার্টওয়াচে মাপা যাবে শরীরের তাপমাত্রা
ফাইল ছবি

জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে।

এবার নতুন একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থা। হুয়াওয়ে ওয়াচ জিটি ৫। এটি হুয়াওয়ের সর্বাধুনিক স্মার্টওয়াচ সিরিজ, যা উন্নত প্রযুক্তি, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য পরিচিত।

স্মার্টওয়াচটিতে থাকছে ১.৩২ ইঞ্চি (৪১ এমএম) বা ১.৪৩ ইঞ্চি (৪৬ এমএম) অ্যামোলেড কালার স্ক্রিন, ৪৬৬×৪৬৬ পিক্সেল রেজোলিউশন।

স্টেইনলেস স্টিল বডি, বিভিন্ন স্ট্র্যাপ অপশন (চামড়া, সিলিকন, টাইটানিয়াম) পাবেন। ব্লুটুথ ভার্সন ৫.২ সমর্থন করবে।

ব্লুটুথ কলিং স্পিকার ও মাইক্রোফোন সমর্থিত স্মার্টওয়াচটি। এতে পাবেন হার্ট রেট, তাপমাত্রা, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, বারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট। এছাড়া অতিরিক্ত ইসিজি ও ডেপথ সেন্সর থাকছে এই স্মার্টওয়াচে।

গলফ, ট্রেইল রানিং, ফ্রি ডাইভিং সহ প্রো-লেভেল স্পোর্টস ট্র্যাকিংসহ ১০০টি স্পোর্টস মোড পাবেন এতে।

এল১ ও এল৫ ডুয়াল-ব্যান্ড নির্ভুল জিপিএস সাপোর্ট পাবেন ঘড়িটিতে। পাহাড়ে, জঙ্গলে যেখানেই যান সঙ্গে রাখতে পারেন এই ঘড়িটি। নির্ভুল পথ দেখাবে আপনাকে। ৪৬ এমএম মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১৪ দিন ব্যবহার করা যাবে। অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকলে ৫ দিন ব্যবহার করা যাবে।

অন্যদিকে ৪১ এমএম মডেলটি সর্বোচ্চ ৭ দিন, অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকলে ৩ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ঘড়িটি 5ATM ও IP69K রেটিং প্রাপ্ত ঘড়িটি, যা ৫০ মিটার পানির নিচ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে