ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
সংগঠনটির নিজস্ব বার্তা সংস্থা আমাক জানিয়েছে, শিয়া মুসলিমদের অবস্থান লক্ষ্য করে আত্মঘাতী ওই জোড়া হামলা চালানো হয়েছে।খবর বিবিসি ও আনাদোলুর।
এদিকে বাগদাদে ওই আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩ বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডেনিয়েল স্মিথ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানান।
বাগদাদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd