বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এবার পুরুষ ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২১, ১৭:১৫
এবার পুরুষ ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা
এবার পুরুষ ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

নারীদের প্রতি আরও উদার হচ্ছে সৌদি আরব। তারই পরিপ্রেক্ষিতে এবার পুরুষ অভিভাবক ছাড়াই এবার হজের জন্য নিবন্ধিত হতে পারবেন সৌদি নারীরা।

এরই মধ্যে এ বছরের হজ সম্পর্কিত নীতিমালা ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী এ বছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসলিম নর-নারী। তবে তা সীমাবদ্ধ থাকবে শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাস করছেন এমন ব্যক্তিদের মধ্যে।

এবারের হজের জন্য অনলাইনে এরই মধ্যে নিবন্ধন শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ১টায় হজের নিবন্ধন বা রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৩ জুন রাত ১০টা পর্যন্ত অবিরাম এই নিবন্ধন করা যাবে।

হজের জন্য অনুমোদন পাওয়ার আগে সব আবেদনকারীকে অবশ্যই স্বীকারোক্তি দিতে হবে যে, গত ৫ বছরের মধ্যে তিনি পবিত্র হজ করেননি। তারা কোনো জটিল রোগে ভুগছেন না। এমনকি কোভিড-১৯-এ আক্রান্ত নন। এ ছাড়া ৬ মাসের মধ্যে তারা কোনো জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হননি বা কোনো ডায়ালাইসিস চিকিৎসা করানো হয়নি মর্মে স্বীকারোক্তি দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে সৌদি নারীরা পুরুষ অভিভাবক ছাড়া অর্থাৎ কারো স্ত্রী, মা, বোন ইত্যাদি পরিচয় নিয়েই তবে হজের জন্য নিবন্ধন করতে হতো।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে