বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের স্বরণে দোয়া মাহফিল 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১০:৫৪
গফরগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের স্বরণে দোয়া মাহফিল 
গফরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ -আহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণ কারীদের আশু সুস্থতার বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল উপজেলা জামায়াতের ইসলামীর দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনের জামায়াতের ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল ।

গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও জামায়াতে ইসলামী নেতা মোফাজ্জল আনসারীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি এখলাছুর রহমান ।

অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান , যশরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ ।

জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণ কারীদের আশু সুস্থতার বিশেষ দোয়া ও আলোচনা বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল সোহেল বলেন,‘ জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে আমাদের লড়াই করতে হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে