শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় একদিনে ৫৭৩ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২২, ১০:৪২

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশটিতে পর্যন্ত মৃত্যু হলো চার লাখ ৯১ হাজার ৭০০ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৫ হাজার মানুষ। পর্যন্ত দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা চার কোটি তিন লাখ ৭১ হাজার।

তবে দেশটিতে সংক্রমণ কিছুটা কমছে। টানা তিন দিন ধরে দেশটিতে শনাক্ত হয়েছে তিন লাখের কম রোগী। যদিও এখনও দেশটিতে শনাক্তের হার অবস্থান করছে ১৯.৫৯ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন প্রায় তিন লাখের বেশি মানুষ। পর্যন্ত দেশটিতে তিন কোটি ৭৬ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন ২২ লাখ মানুষ।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া ভাইরাসে পর্যন্ত বিশ্বজুড়ে ৫৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩৬ কোটির বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে