শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত’

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৩, ১৪:৪২
আপডেট  : ৩১ মে ২০২৩, ১৪:৪৬
‘ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান (ডানে) ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সামরিক আদালতে বিচার হওয়া উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

তিনি বলেন, ‘সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কর্মসূচি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।’

গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এসব কথা বলেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯ মের পর দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করার জন্য ব্যক্তিগতভাবে অভিযুক্ত করেন।

ইমরানের বিচার সামরিক আদালতে হবে কিনা প্রশ্নের উত্তরে রানা বলেন, ‘অবশ্যই। এটা করা উচিত হবে না? সামরিক স্থাপনায় হামলার যে পরিকল্পনা করেছিলেন ইমরান খান এবং পরে তা কার্যকরও করেছিলেনৃ এটির জন্য সামরিক আদালতের মামলা করা উচিত হবে না?’

দুর্নীতির অভিযোগের মুখোমুখি হতে রাজধানী ইসলামাবাদের আদালতে ইমরান খানের উপস্থিতির সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত এবং ২৯০ জন আহত হয়।

সূত্র: আলজাজিরা

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে