শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে ২০ বাড়ি ভাংচুর ও লুট,আহত ১০

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৭:৪৬
বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে ২০ বাড়ি ভাংচুর ও লুট,আহত ১০
ছবি: যায়যায়দিন

মাগুরার শ্রীপুর উপজেলার চরচাকদাহ গ্রামে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও অপর বিএনপি নেতা শহিদুল ইসলাম এর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ১০'জন আহত হয়েছে। এদের মধ্যে ৫' জনকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষের হামলায় উভয় গ্রুপের অন্ততঃ ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রোজদার (৫০),সাজেদা (৩৫), হাসেম(৪৫) ও অলিয়ার(৩৫)সহ উভয় গ্রুপের ৫ জন মারাত্বক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় আব্দুস সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলাই, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০ 'টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।

সংঘর্ষের সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে