কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুষ নেয়ার অভিযোগে মুন্সিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো: ইউসুফ এবং অফিস সহায়ক মো: মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও বিভাগীয় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন। বুধবার ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হওয়া তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত বুধবার বেসরকারি একটি টিভি চ্যানেলে ভাইরাল ভিডিওতে জমি খারিজের জন্য নগদ ৮ হাজার টাকা নিতে দেখা যায় মুন্সিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মোঃ ইউসুফকে। একই ভিডিওতে অফিস সহায়ক মনিতুজ্জামানের ড্রয়ারে রাখা ঘুষের টাকা দেখা যায়। ভিডিওতে ভূমি অফিসে উপস্থিত সেবা গ্রহীতারা সেবার বিপরীতে নগদ অর্থ দেয়ার কথা বলেন এবং ঘুষ না দিলে হয়রানি ও ভোগান্তির কথা বলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, বর্তমানে ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই।
কিন্তু মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অফিস সহায়ক সেবাগ্রহীতার নিকট থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেয়ার অভিযোগের প্রেক্ষিতে গত ০৭/০৫/২০২৫ তারিখ তৎক্ষনাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো: ইউসুফ এবং অফিস সহায়ক মো: মনিরুজ্জামান কে সরকারি কর্মচারী শৃঙ্খল ও আপীল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয় এবং উভয়কে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজু করার বাবস্থা গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এছাড়াও ওই অফিসের অন্য কোনো কর্মচারী এর সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যে বা যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
যাযাদি/ এসএম