রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়।

রয়টার্স জানায়, অ্যামাজনাসের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই ক্রুও ছিলেন। তবে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেন, দুর্ঘটনার পর বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ করছে। নিহতদের পরিবারের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।

এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন মানাউস অ্যারোট্যোক্সি এয়ারলাইন। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে