শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি’র প্রেসিডেন্ট

যাযাদি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬
আপডেট  : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) রুশ কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন হফমানস্কির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটিশে বলা হয়েছে, রুশ ফেডারেশনের ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড তালিকায় পড়বেন পিওতর হফমানস্কি জোসেফ, যিনি কি না একজন পোলিশ।

কি কারণে আইসিসির প্রেসিডেন্টকে ওয়ান্টেড তালিকায় আনা হলো বা তার বিরুদ্ধে অভিযোগ কি সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানায়নি।

গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এরপর বিদেশে সব ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ায় বিরত থাকছেন তিনি। তার প্রতিনিধি হয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অংশ নিচ্ছেন।

তবে রাশিয়া আইসিসির সদস্য না হওয়ায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অকার্যকর বলে দাবি ক্রেমলিনের। একই অভিযোগে আইসিসি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে। জবাবে পাল্টা আইসিসির প্রসিকিউটর করিম খান এবং একাধিক বিচারকের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় মস্কো।

সূত্র: এএফপি

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে