রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩

যাযাদি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০
নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩
নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩

নেদারল্যান্ডসের রটেরডাম শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে (৩২) আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটিয়েছে এই যুবক। সে ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার প্রথম হামলার শিকার হন ৩৯ বছর বয়সী মা ও তার ১৪ বছরের মেয়ে। এছাড়া হাসপাতালে হামলায় একজন লেকচারের (৪৩) প্রাণ হারান। তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

একটি ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতাল থেকে এক ব্যক্তিকে হাতকড়া পড়া অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি প্রশাসন। তবে এটা বিচ্ছিন্ন বন্দুক হামলার ঘটনা বলে ধারণা তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষী বিবিসিকে জানিয়েছেন, তিনিই গোলাগুলির ঘটনা প্রথম দেখেছেন। বলেন, এটি ‘শকিং ডে’, সত্যি ভয়ংকর। বন্দুকধারী হাসপাতালে প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেনি।

এ ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে সামাজিক মাধ্যমে পোস্টে বলেন, আমার চিন্তা তাদের নিয়ে যারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রিয়জনদের জন্য, যারা খুব ভয় পেয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে