সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

তিতাসে হামলার অভিযোগে দুই ইউপি সদস্য আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৫:৩৪
তিতাসে হামলার অভিযোগে দুই ইউপি সদস্য আটক
ছবি-যায়যায়দিন

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হামলার অভিযোগে দুই ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

গত শনিবার রাতে উপজেলার ইউসুফপুর ও ২য় দশানীপাড়ার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল প্রেরণ করা হয়েছে।

পুলিশের বিশেষ অভিযানের আওতায় আটককৃত কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. রাসেল মিয়া (৪৫) ইউসুফপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

অপরজন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আঃ হক মিয়া (৪৫) ২য় দশানীপাড়ার মৃত হানিফ বেপারীর ছেলে। সে জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ জানান, বিশেষ অভিযানের আওতায় তাদেরকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের উপর হামলার ঘটনায় হওয়ায় মামলায় উক্ত দুইজন এজাহারনামীয় আসামী।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে