সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কাঁকশিয়ালী'র নেতৃত্বে ইমরান ও রিজভী

ঢাবি প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৫:৫০
কাঁকশিয়ালী'র নেতৃত্বে ইমরান ও রিজভী
সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক রিজভী আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রিজভী আলম কে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

তারা উভয়েই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ইমরান হোসেন, বিজয় একাত্তর হল ও রিজভী আলম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, অপরাজেয় বাংলার পাদদেশে ১০ মে, ২০২৫, কাঁকশিয়ালী’র সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও কাঁকশিয়ালী'র সাবেক সভাপতি আরাফাত শায়ান রিয়াজ, ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইউও ও সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নেতৃত্ব নির্বাচিত হয়। সদ্য বিদায়ী কমিটির সভাপতি মহেশ্বর হাউলি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে