শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত আরও ১৭৪

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১২
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত আরও ১৭৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ শতাধিক ফিলিস্তিনি।

শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন বলে শনিবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৮টি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন শহীদ ও আরও ৩১০ জন আহত হয়েছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

এদিকে সর্বশেষ ফিলিস্তিনি হতাহতের কারণে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬৪ হাজার ৭৯৭ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে