শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?

যাযাদি ডেস্ক
  ২৭ মার্চ ২০২৪, ১৯:৪১

জীবনে চলার পথে সুখের পাশাপাশি মানুষের মুখোমুখি হতে হয় দুঃখেরও। কিন্তু যখন সমগ্র দেশেই দুঃখের রেশ দেখা যায়, তখন নিঃসন্দেহে হয়ে ওঠে চিন্তার কারণ।

তাই তেমনি রয়েছে অসুখী দেশের তালিকা। বর্তমানে বিশ্বে মানুষ অত্যন্ত অসুখী তালেবান শাসিত আফগানিস্তান। এরপরেই রয়েছে লেবানন ও আফ্রিকার দেশ সিয়েরা লিয়ন।

১৩৭টি সুখী দেশের তালিকায় সব থেকে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। অর্থাৎ বর্তমানে আফগানিস্তান বিশ্বের সব থেকে অসুখি দেশ বলা হচ্ছে। দেশটিতে বেকারত্ব থেকে শুরু করে দুর্বল অর্থনীতির কারণে ওই দেশ বিপর্যস্ত। বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আফগানরা।

আফগানিস্তানের পরেই রয়েছে লেবানন। দেশটি সুন্দর হলেও সেখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা বিপর্যস্ত লেবানিজরা।

অসুখি দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। দেশটিতে দীর্ঘদিন চলতে থাকা সংঘাত, স্বৈরাচারি শাসন এবং রাজনৈতিক অস্থিরতাসহ দেশবাসীকে জোর করে নির্বাসনে পাঠানো ওই দেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই হতাশা এবং নৈরাশ্যে ভরেছে ওই দেশ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে