বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে পাকিস্তানের হামলা

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ০৯:০১
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে পাকিস্তানের হামলা
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্ত আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মিসাইল হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জবাব দেয়।

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতরে সুনির্দিষ্ট হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।

সরকারি টিভি চ্যানেল পিটিভি-কে দেওয়া এক মন্তব্যে পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তান তাদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে কোনওরকম দোদুল্যমানতা দেখায়নি।

ভারতের আগ্রাসনের জবাব দ্রুত, কঠোর এবং যথাযথভাবে দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কাশ্মীর সীমান্তের দুদনিয়াল সেক্টরে পাকিস্তান একটি ভারতীয় চৌকি টার্গেট করে মিসাইল ছুড়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এর আগে, ভারত মধ্যরাতে পাকিস্তানের অন্তত পাঁচটি অঞ্চলে মিসাইল হামলা চালায়। এসব হামলায় অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হন।

পাকিস্তানের ডিজিএফআইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলার শিকার এলাকাগুলো হলো কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফফরাবাদ এবং মুরিদকে।

তিনি জিও নিউজ-কে বলেন, ‘আহমেদপুরে একটি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। কোটলিতে আরও দুই বেসামরিক মানুষের প্রাণ গেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে