ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের যে সামরিক অভিযান চালিয়েছে, তার নাম দিয়েছে “সিঁদুর’।
মার্কিন সংবাদ সিএনএন লিখেছে, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারত যে নামটি বেছে নিয়েছে তা ধর্মীয় প্রতীকবাদে পরিপূর্ণ বলে মনে হচ্ছে।
‘অপারেশন সিঁদুর’ হলো লাল সিঁদুর বা পাউডার, যা অনেক হিন্দু নারী বিয়ের পর তাদের কপালে পরেন।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এপ্রিলে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার ফলে বেশ কয়েকজন নারী বিধবা হয়েছিলেন।
হামলার পরের দিনগুলোতে, স্বামীর প্রাণহীন দেহের পাশে নিথর বসে থাকা এক নারীর একটি ছবি ভাইরাল হয়ে যায়, যা হামলার শিকারদের বেদনা এবং হৃদয়বিদারকের প্রতীক হয়ে ওঠে।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ই সামরিক অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল সিঁদুর দেখানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক্স পোস্টে লিখেছেন, “সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পোস্টে লিখেছেন, “ভারতের জয়।”