শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভুয়া পণ্যের প্রচারণা, ভিয়েতনামের বিউটি কুইন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৫, ১৭:৪৯
ভুয়া পণ্যের প্রচারণা, ভিয়েতনামের বিউটি কুইন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ভুয়া ফাইবারযুক্ত সাপ্লিমেন্টের প্রচারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভিয়েতনামের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা জয়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিউটি কুইন নগুয়েন থুক থুয়ি তিয়েন।

তিনি ছাড়া আরো দুইজনকে ভুয়া পণ্যের প্রচারণার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

1

বিউটি কুইন নগুয়েন ‘কেরা সুপারগ্রিনস গামি’ নামের ফাইবারযুক্ত জেলি জাতীয় পণ্যের প্রচার চালিয়ে বিপুল সংখ্যক গ্রাহককে প্রতারিত করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অন্যদিকে প্রাথমিক তদন্তে , পণ্যে ঘোষিত মাত্রায় ফাইবার ছিল না এবং এতে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের বলে জানা গেছে।

নগুয়েন থুক থুয়ি তিয়েন ভিয়েতনামে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ২০২১ সালে ব্যাংককে আয়োজিত ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাতারাতি তারকাখ্যাতি পান।

এ ছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে স্বীকৃতি পান। এরপর থেকেই তিনি বিভিন্ন টেলিভিশন শো ও বিজ্ঞাপনে নিয়মিত অংশ নেন।

তিনি ও আরো দুইজন ইনফ্লুয়েন্সার ফাম কুয়াং লিন ও হাং দু মুখ মিলে যৌথভাবে এই পণ্যের প্রচার শুরু করেন। তারা দাবি করেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমান ফাইবার রয়েছে।

কিন্তু এক ব্যক্তি ল্যাব টেস্টে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার রয়েছে, যেখানে দাবি করা হয়েছিল ২০০ মিলিগ্রাম।

জানা গেছে, তাদের প্রতারণা প্রকাশ হওয়ার আগে এক লাখের বেশি গামির বক্স বিক্রি হয়েছে। এতে বিপুলসংখ্যক গ্রাহক প্রতারিত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

এই ঘটনা ভিয়েতনামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেলিব্রেটি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পণ্যের প্রচারে নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে