সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে শিল্পী মইনুল আহসান নোবেল। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ব্যবহার, মাদকাসক্তি, চরিত্র— সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।
সালসাবিল লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে—এর মধ্যে কিছু সত্য, আবার অনেকটাই ভ্রান্ত ও উদ্দেশ্যমূলক। আমি স্পষ্ট করে বলতে চাই, ছড়ানো সব কথাই আমার বলা নয়। আর কেউ যদি মনে করে, এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ করা সম্ভব— তা হলে সেটি বাস্তবতা বিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা।”
এই লেখা পড়েই অনেকেরই মন্তব্য, তা হলে কি সালসাবিল এবং নোবেলের মাঝের দূরত্ব ঘুচছে! না সে কথা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে প্রথমে অনেকেই ভেবেছিলেন নোবেলের বিরুদ্ধে বুঝি মামলা দায়ের করেছেন সালসাবিল। সে কথাও নিজের সামাজিক মাধ্যমের পাতায় স্পষ্ট করেন তিনি।
সালসাবিল তাঁর ফেসবুকে লেখেন, “আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি। এবং আমি কারও বিরুদ্ধেই কোনও প্রকারের মামলা দায়ের করিনি।” এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে নোবেলকে।