রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরাইলি বর্বরতা থামছে না, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা

যাযাদি ডেস্ক
  ২৫ মে ২০২৫, ০৯:৩৫
আপডেট  : ২৫ মে ২০২৫, ০৯:৪৯
ইসরাইলি বর্বরতা থামছে না, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। শনিবার (২৪ মে) দিনভর হামলা চালিয়ে এই হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী।

ওয়াফা সংবাদ সংস্থার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

1

এর আগে শুক্রবার (২৩ মে) দিনভর অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৪ মে) এক বিবৃতিতে একথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল এবং অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল।

গাজাজুড়ে ইসরায়েলি এসব হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে উত্যকায় এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত হয়েছেন। এছাড়া তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা।

আলা আল-নাজার নামে এ চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন। গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। যেগুলো হামলার তীব্রতায় পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে