রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৭ হাজার ৭১১ পিস ইয়াবা, ৭৮ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৭৩০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd