বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামিন নামঞ্জুর, ফের কারাগারে সম্রাট

যাযাদি ডেস্ক
  ২৪ মে ২০২২, ১৩:১৩
আপডেট  : ২৪ মে ২০২২, ১৬:০৫

জামিনে থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত--এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল এই তথ্য নিশ্চিত করেছেন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট দুপুরের দিকে আত্মসমর্পণ করেন

এর আগে গত ১৮ মে একটি মামলায় সম্রাটের জামিন বাতিল করে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ একইসঙ্গে সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সম্রাট আপিল বিভাগে আবেদন করেন আবেদনটির ওপর শুনানি নিয়ে ২৩ মে আদেশ দেন আপিল বিভাগ

কিছুদিন আগে জামিন হলেও অসুস্থতার কারণে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে