লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটিতে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে আহমেদ ফেরদৌস মানিক সভাপতি ও হাছান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২ টায় জেলা আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একে এম হুমায়ুন কবির।
জেলা আইনজীবি সমিতির নির্বাচনে নির্বাচিত অন্যরা হলেন, সভাপতি আহমেদ ফেরদৌস মানিন, সহ-সভাপতিঃ-১। মোঃ শামসুদ্দিন -২। জহুর আহম্মদ চৌধুরী। সাধারণ সম্পাদকঃ- মোঃ হাসান আল মাহমুদ সহ-সম্পাদকঃ-১। রেজাউল করিম রাজু-২। জাহাঙ্গীর আলম, অডিটরঃ কামরুল হাসান রনি,পাঠাগার বিষয়ক সম্পাদকঃ- মু মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদকঃ- ফারুক হোসেন সদস্যঃ- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১। আকবর হোসেন,,২। আনিসুল ইসলাম,৩। আনোয়ার হোসেন ফিরোজ,৪। দাউদ হোসেন,৫। মাহমুদুর রহমান মিশন ভূইয়া, ৬। সাইফ উদ্দিন খোকন।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৩৪৩ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৩৫ জন।
যাযাদি/এস