কোটা আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সদর দফতরের নির্দেশে সোমবার এই মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়।
রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাকির হোসেন জানান, “স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে থাকে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই করবে।” বিবিসি বাংলা
যাযাদি/ এস