শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
অপারেশন ডেভিল হান্ট

নলছিটিতে আ'লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৪:২৩
নলছিটিতে আ'লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) ও মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৩৭)।

পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, গ্রেপ্তার আসামিরা ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দলীয় কর্মী মো. আজমল হোসেনসহ বেশ কয়েকজন

নেতা-কর্মীকে খুনের উদ্দেশে শহরের চায়না মাঠের পূর্ব পাশের এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

একই সঙ্গে তারা ভুক্তভোগীদের জীবন নাশের হুমকি দেন। এ ঘটনায় মো. আজমল হোসেন ২৫ ফেব্রুয়ারি ২৬ জনকে নামীয়

এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি মামলা করেন।

(নলছিটি থানার মামলা নং-১২), জিআর-২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আজ শনিবার (১০ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে