শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কিভাবে বুঝবেন প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে?

যাযাদি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৩, ২০:৩৯
কিভাবে বুঝবেন প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে?

বর্তমান যুগে প্রেম করে না এমন মানুষ খুবই নগণ্য। যারা প্রেম করেন তাদের জন্য আজকের এই আয়োজন। আপনি অনেকদিন ধরে প্রেম করছেন। তবে বুঝতে পারেন না যে ধীরে ধীরে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বা আপনার সম্পর্ক কি আর আগের মতো নেই? কোথাও কি তাল কাটছে?

সন্দেহ করছেন আপনার অজান্তে কিছু একটা ঘটছে কিন্তু ঠিক নিশ্চিত হতে পারছেন না? জেনে নিন যে লক্ষণগুলো নিশ্চিত বলে দেবে প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। প্রেমিকার মাঝে এইসব লক্ষণ দেখলে সাবধান হয়ে যান। চলুন জেনে নেওয়া যাক কারণগুলো-

হঠাৎ রুটিন বদল : আপনার প্রেমিকার রুটিনে কি হঠাৎ পরিবর্তন লক্ষ্য করছেন? সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষই বদলে যায়।

ফোনে ব্যস্ত : যদি দেখেন আপনার প্রেমিকা ফোনে ব্যস্ত তবে অবশ্যই সতর্ক হয়ে যান।

সময় নেই : আপনার প্রেমিকা কি সব সময় ব্যস্ত? আপনার সঙ্গে দেখা করার সময়ই নেই? সাবধান।

অকারণ ঝগড়া : কোনও কারণ ছাড়াই ঝগড়া বাধাতে চাইছেন? অকারণ ঝগড়া করে তারা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে প্রমাণ করতে চান।

দেখা না হলেও চলে : আপনার সঙ্গে দেখা করার কি তার আর কোনও তাগিদই নেই?

মেকওভার : হঠাৎ করেই ওনার সাজগোজ, পোশাক-আশাক সব বদলে গেছে? আপনার সাবধান হওয়ার সময় এসেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে