শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১০০ বছর ধরে যে দেশে কারও মৃত্যু হয়নি 

যাযাদি ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

পৃথিবীতে রহস্যের শেষ নেই। এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেখানে মারা একেবারেই নিষিদ্ধ! তাই ১০০ বছর ধরে এদেশে কেউ মারা যাননি। এটা শুনে অদ্ভুত মনে হলেও, ঘটনাটা একেবারেই সত্যি।

কারণ সেখানে কবরস্থানের বড্ড অভাব। আর মারা গেলে তাঁকে শাস্তি পেতে হয়! নরওয়ে, ইটালি, জাপান, ফ্রান্সের কিছু শহর ও গ্রাম আছে, যেখানে মানুষের মৃত্যুতে নিষেধাজ্ঞা জারি করা আছে।

তার মধ্যে নরওয়ের লংইয়ারবাইন শহরে নিশীথ সূর্যের দেশে মরে যাওয়া নিষেধাজ্ঞা আছে। তাহলে মনে প্রশ্ন জাগতে পারে, এখানকার মানুষ কি সত্যিই মারা যায় না? আসলে এখানে মানুষ মারা যায় তবে, শহরটি সদা তুষারময়। সেকারণে এই শহরের কবরস্থানে কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়নি।

বরফে কবর দিলে মৃতদেহ পচে না বা নষ্ট হয় না। এর ফলে এই সব মৃতদেহে ‘পারমাফ্রস্ট’ নামের একটি ভাইরাস উৎপন্ন হয়। এবং এই ভাইরাসের প্রভাবে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এই শহরে যখনই কোনও ব্যক্তি অসুস্থ হন বা কারও মারা যাওয়ার উপক্রম হয়, তাঁকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। যাতে তিনি তাঁর জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে