শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখার উপায়

গরমে ঘর ঠাণ্ডা রাখার উপায়

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ২০:৫৬
গরমে ঘর ঠাণ্ডা রাখার উপায়

চলছে সারাদেশে তীব্র তাপদাহ। কোথাও যেনো একটু শান্তি নেই। গ্রীষ্মের তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। সারাদিন গ্রীষ্মের রোদে পুড়ছে ঘর-বাড়ি রাতেও যেনো অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে ঘর ঠাণ্ডা রাখার কিছু উপায় জেনে নিই চলুন..........

  • বাইরে কম বাতাস কম, যতোটুকু বাতাস বৈছে তাও গরমের ভ্যাপসা। ফ্যানের বাতাসও লু ভাব। ঘরের দেয়াল, এমনকি বিছানা থেকেও যেন তাপ বের হয়।
  • পানির সঙ্গে কর্পূর মিশিয়ে মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ঘরের পর্দায় স্প্রে করুন। ঘর ঠান্ডা থাকবে।
  • পানির সঙ্গে গোলাপজল মিশিয়েও স্প্রে করা যায়। এতে সুগন্ধ ছড়ানোর পাশাপাশি ঘর গরমেও শীতলবোধ হবে।
  • পর্দাগুলো হালকা ভেজা ভেজা হয়ে থাকলে ফ্যানের বাতাস ঠান্ডা বোধ হয়। আবার ফ্যান না থাকলে বাইরের বাতাসেও ঘর ঠান্ডা থাকে।
  • টবের দোকানে ছোট, বড় ও মাঝারি আকারের মাটির মালসা পাওয়া যায়। এগুলোয় পানি নিয়ে ঘরের কোনায় সাজিয়ে রাখতে পারেন। এতে ভাসমান মোম, ফুল কিংবা গাছ রাখলে দেখতেও সুন্দর লাগবে।
  • বিছানায় খুব ভারী কাপড়, যেমন সিল্ক, সাটিন, মখমল কিংবা খুব নকশাদার চাদর বেশি তাপ শোষণ করে। আবার গাঢ় রঙের চাদরও সহজেই তাপ আটকে ফেলে।

এতে বিছানায় বসলে বা শুলে গরম বোধ হয়। তাই এই প্রচণ্ড গরমে হালকা রঙের সুতি কাপড়ের চাদর ব্যবহার করলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে