শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেভ করার সময় গাল কেটে গেলে করণীয়

যাযাদি ডেস্ক
  ১৬ মার্চ ২০২২, ১১:৩৪

সঠিক শেভ একজন পুরুষকে করে তোলে আরও আকর্ষণীয় এবং স্মার্ট কিন্তু শেভ করার সময় তাড়াহুড়া কিংবা অসাবধানতায় অনেক সময়ই গাল কেটে যায় শুরু হয় রক্তপাত মুখে জ্বালা-যন্ত্রণাও সহ্য করতে হয়

শেভ করার সময় গাল কেটে গেলে রক্তপাত বন্ধে এবং মুখে জ্বালা-যন্ত্রণা থেকে আরাম পেতে জেনে রাখুন কিছু উপায়

* ফিটকিরি: শেভিংয়ের সময় গাল কেটে গেলে ফিটকিরি ব্যবহার করতে পারেন এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে কাটা জায়গায় ঘষে নিন, রক্তপাত দ্রুত বন্ধ হবে

* বরফের টুকরো বা ঠান্ডা পানি: শেভ করতে গিয়ে কেটে গেলে তৎক্ষণাৎ সেই জায়গায় বরফ ঘষে নিন নিমেষের মধ্যে রক্ত বেরনো বন্ধ হবে অথবা ঠান্ডা পানিতে ভেজানো তোয়ালেও মুখের ওপর রাখতে পারেন, জ্বালাভাব থেকে মুক্তি পাবেন

* ডিওডোরেন্ট: ডিওডোরেন্টের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যা রক্তপাত বন্ধ করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

* মাউথওয়াশ: রক্তপাত বন্ধ করতে মাউথওয়াশও ব্যবহার করতে পারেন এর মধ্যে থাকা অ্যালকোহলের সলিউশন সমস্যার সমাধান করবে

* ভেসলিন: শেভিংয়ের পর মুখকে ব্লেডের কাটার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে ভেসলিন কাটা জায়গার ওপর সামান্য ভেসলিন লাগিয়ে নিন রক্তপাত বন্ধ হবে

* চা: অবাক হবেন না চা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে রক্তপাত বন্ধে ভেজা টি ব্যাগ দারুন কার্যকরী তবে ক্যাফেইনযুক্ত গ্রিন অথবা ব্ল্যাক টি ব্যাগ ব্যবহার করতে হবে

ঘরোয়া এসব উপায়ে রক্তপাত বন্ধ না হলে চিকিৎসকের শরণাপন্ন হোন কাটা স্থানে ইনফেকশনের লক্ষণ দেখা দিলেও চিকিৎসা নিতে হবে তথ্যসূত্র: ম্যানস হেলথ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে