রূপচর্চার উপকরণ হিসেবে প্রাচীনকাল থেকে নারিকেল তেল বেশ পরিচিত।
অনেকেই জানেন না যে, ত্বককে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে নারিকেল তেলের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রুপচর্চা বিশেষজ্ঞরা বলেন, ত্বকের যত্নে নারিকেল তেলের ভূমিকা সব থেকে বেশি। যদি নারিকেল তেলের উপর ভরসা রাখতে পারেন তাহলে ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
নারিকেল তেলের এমন কয়েকটি ফেসিয়ালের উপাদান দেওয়া হলো যা ব্যবহার করলে আপনার ত্বকের সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যাবে।
ময়েশ্চারাইজার
নারিকেল প্রাকৃতিক ময়েশ্চার হিসেবে কাজ করে। এটি সারাদিন ত্বকে আর্দ্রতা ও পুষ্টি ধরে রাখে। নারিকেল তেল সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।প্রাকৃতিক টোনার
ব্রণের চিকিৎসায় নারিকেল টোনিং গুণ থাকায়, লোমকূপের ময়লা বের করে ত্বককে ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।
মেকআপ তুলতে তুলোয় করে জাস্ট নারিকেল তেল নিয়ে মুখে লাগান। এবার ভালো করে ম্যাসাজ করে ঘষে ঘষে মেকাপ তুলে ফেলুন। এটি মেকআপ ও ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে। ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠবে।
যাযাদি/আর