বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২১, ১২:২৪
মিরসরাইয়ে এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা
মিরসরাইয়ে এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক মুদি দোকানি এবং তার স্ত্রী ও এক ছেলেকে বাড়ির ভেতর কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকার ওই বাড়ি থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি মো. নূর হোসেন মামুন ।

নিহতরা হলেন- স্থানীয় মুদি দোকানি মো. মোস্তফা সওদাগর (৫৬), তার স্ত্রী জোসনারা বেগম (৪৫) এবং তাদের ছেলে আহমদ হোসেন (২৫)।

ওসি মামুন জানান, ভোরে মোস্তফা সওদাগরের বড় ছেলে সাদ্দাম হোসেনের চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। সেখানে তিনজনের রক্তাক্ত লাশ দেখে তারা পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, ‘তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ওই সময় বাড়িতে ছিলেন মোস্তফার বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রী আইনুন নাহার। সাদ্দামের শরীরে রক্তের দাগ থাকলেও কোনো জখম ছিল না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

পারিবারিক সম্পত্তির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে