রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘বুধবার রাতে নিহতের বাবা শাহ আলাম সড়ক পরিবহনে আইনে ডিএসসিসির ময়লার গাড়ি চালক রাসেল খানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় রাসেল ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন। তাকে আজ আমরা আদালতে পাঠাবো। আদালতে রাসেলের সাত দিনের রিমান্ড আবেদন করবো।’
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের এই তরুণ।
যাযাদি/এসএইচ