শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২২, ১১:৪০
আপডেট  : ০৫ জুলাই ২০২২, ১১:৪৭
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ জুলাই) উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী আফগানিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী প্রেরণ করা হচ্ছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হবে ও আফগানিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ আফগানদের জন্য প্রেরিত ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আর এফ এল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।

যাযাদি/এসএই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে