মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নিখোঁজ আবু আসিফকে খুঁজে পেয়েছে পুলিশ

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৪
নিখোঁজ আবু আসিফকে খুঁজে পেয়েছে পুলিশ
নিখোঁজ আবু আসিফকে খুঁজে পেয়েছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের খোঁজ পাওয়া গেছে। তিনি ঢাকার বসুন্ধরায় নিজ বাসায় অবস্থান করেছন। গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন আবু আসিফ। গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে পরাজিত হয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, পুলিশেই প্রথম জানতে পারেন আবু আসিফ ঢাকার বসুন্ধরায় নিজ বাসায় অবস্থান করছেন। তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলিয়ে দিয়েছে। তাকে হেফাজতে নিয়ে জানা যাবে কেন তিনি আত্মগোপনে ছিলেন।

1

পুলিশ সুপার বলেন, আসিফকে ব্রাহ্মণবাড়িয়ায় আনতে পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী আশগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে