মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কোন শিশু এখানে মারা যায়নি, হয়তো দুই-একজন কিশোর মারা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ২৩:০৭
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছেন। একই সাথে বলেছেন যেহেতু আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে সে জন্য অসহযোগিতা আন্দোলনের কর্মসূচি তুলে নেয়া উচিত বলে মনে করেন তিনি।

“কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। এখন সময় এসেছে ছাত্রদের দাবি যেহেতু অবশিষ্ট নেই আমরা আশা করি স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন। তারা যেন লেখাপড়ায় ফিরে যান। যেহেতু তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে,” রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ বলছিলেন তিনি।

অসহযোগ আন্দোলন কর্মসূচি নিয়ে প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,''এই দেশের জনগণ যদি আন্দোলনে যুক্ত হয়, হবে, সেটা আমরা নসাৎ করতে চাই না।''

সেক্ষেত্রে তারা আক্রমণের শিকার হবে কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, ''এখন আপনাকে যদি মারে, আপনি মার দেবেন না? আপনি বসে থাকবেন? আইনশৃঙ্খলা বাহিনীর জীবনরক্ষা করার অধিকার তাকে দেয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করেন, আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটা আইনগত অধিকার।''

এক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন এবারের সহিংসতায় কোন শিশু মারা যায়নি এবং গুলির অনেকগুলো আলামত সংগ্রহ করে তারা দেখেছেন যে সেগুলো পুলিশের গুলি নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ''এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।''

''পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। চরম ধৈর্য সহকারে এই আন্দোলনের শুরু থেকেই পুলিশ মোকাবেলা করে আসছে,'' দাবী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তাহলে কাদের গুলিতে মারা গেছে, জানতে চাওয়া হলে তিনি বলেন, ''আপনার জানা উচিত, মাননীয় সাংবাদিক, আমাদের কাছে যে গুলির ইয়েগুলি পেয়েছি, এর অনেকগুলো পুলিশের রাইফেলের গুলি নয়। পুলিশ এগুলো ইউজ করে না। ......যুবলীগের নেতা দেখেছেন, তারা বাধা দিতে গেছে, গুলি করতে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আওয়ামী লীগের নেতা কয়জন মারা গেছে, তাহলে সেটা জিজ্ঞেস না করে উল্টোটা জিজ্ঞেস করলেন?''

ইউনিসেফ এক হিসাবে বলেছে, গত কয়েকদিনের সংঘর্ষে ৩২ টি শিশু নিহত হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “কোন শিশু এখানে মারা যায়নি। হয়তো দুইএকজন কিশোর মারা গেছে কয়েকজন কারণ তাদের আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিলো। পেছনের শক্তিটা রূখতে এই ঘটনাগুলো ঘটেছে,” বলছিলেন তিনি।

আন্দোলনকারীরা যে মন্ত্রীদের পদত্যাগ চেয়েছে সে বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘প্রয়োজন হলে এবং প্রধানমন্ত্রী মনে করলে তিনি পদত্যাগ করবেন’। মি. খান বলেন, যেহেতু তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে সেজন্য তাদের অসহযোগ আন্দোলন তুলে নেয়া উচিত।

“এরপরেও কোন দাবি থাকলে প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। তাদের কিছু বলার থাকলে বলতে পারে”।

তিনি জানান এইচএসসি পরীক্ষার্থী যাদের আটক করা হয়েছিলো গতকাল ও আজ তাদের ১৩৪ জনকে জামিন দেয়া হয়েছে। “যেসব ছাত্রকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিচ্ছি। তবে সুনির্দিষ্ট বিষয় যেমন যাত্রাবাড়ীতে মেরে ঝুলিয়ে রেখেছিলো- এমন ঘটনাগুলো ছাড়া বাকীদের জামিনে ছেড়ে দেয়া হচ্ছে,” বলছিলেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে