সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

যাযাদি ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২৫, ১৬:০৪
শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ
ছবি: সংগৃহীত

শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলোটরি কমিশন। রোববার (১৩ এপ্রিল) এক আদেশে এই ঘোষণা দেয় সংস্থাটি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারিতে বিইআরসি এক জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করেছিল, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে।

তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে, একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে অনেক সমালোচনা হয়।

উদ্যোক্তারা জানান, একে অপরের সাথে সমান প্রতিযোগিতার সুযোগ না থাকলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং নতুন বিনিয়োগে বাধা আসতে পারে, যা দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে