বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আজহারকে মিষ্টি মুখ : জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৫, ১৪:২৪
আজহারকে মিষ্টি মুখ : জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়
মুক্তির সংবাদ দিয়ে জামায়াত নেতা এটিএম আজহারকে হাসপাতালে মিষ্টি মুখ করানো হয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

1

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। তারা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ২ রাকাত শোকরানা নামাজ আদায় করেন।

নামাজের পর সাংবাদিকদের কাছে শুকরিয়া প্রকাশ করেন জামায়াত নেতাকর্মীরা।

তারা বলেন, মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের রায়ের জন্য আমাদের অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

এদিকে মুক্তির সংবাদ দিয়ে জামায়াত নেতা এটিএম আজহারকে হাসপাতালে মিষ্টি মুখ করানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে