উৎসব মুখর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল “ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাইকেনেডিহফম্যান”। গতকাল শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই আয়োজনে অংশ নিয়েছেন অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রেটিসহ সৌন্দর্যপ্রেমীরা।
আয়োজনের মুল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট কেনেডিহফম্যান। ব্রাজিলিয়ান এই তারকা মেকআপ আর্টিস্ট, আধুনিক ও বৈচিত্র্যময় মেকআপ কৌশল দিয়ে বিশ্বজুড়ে মেকআপ প্রেমীদের কাছে দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন।
যাযাদি/এসএস