উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংগঠনের নিজ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান ইবু খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএর পরিচালক মো. খসরু চৌধুরী।
ইফতার মাহফিলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
খসরু চৌধুরী বলেন, উত্তরায় বসবাসরত বৃহত্তর ফরিদপুর জেলার লোকদের কল্যাণে কাজ করে যাচ্ছে উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি। এতে করে উত্তরাতে ফরিদপুরবাসীর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। এই অঞ্চলে ফরিদপুরবাসীর একটা শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি সবসময় ফরিদপুরের মানুষের পাশে থেকে যে কোনো বিপদে তাদের সার্বিক সহযোগিতা করবে।