সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন

আওয়ামী লীগ দলীয় মনোনয়নে ভুল করলে আসনটি যাবে জাপার দখলে!

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
  ২৩ আগস্ট ২০২২, ১৯:৪২
আওয়ামী লীগ দলীয় মনোনয়নে ভুল করলে আসনটি যাবে জাপার দখলে!

প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুর পর নির্বাচনী আমেজ শুরু হয়েছে গাইবান্ধা- আসনে বর্তমানে আসনে উপ-নির্বাচনী প্রচারণা জমে উঠেছে ইতোমধ্যে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেতে অনেকে তদবিরে ব্যস্ত সময় পার করছেন ফজলে রাব্বীর আসনে কে হবেন নৌকার মাঝি, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা

সাঘাটা উপজেলার ১০টি ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা- আসন আসনে মোট ভোটার সংখ্যা লাখ ১৩ হাজার ৭৫৫ জন মূলত এই আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টির শক্তিশলী ঘাঁটি রয়েছে আসনটিতে বিগত এগারটি নির্বাচনে পাঁচবার জাতীয় পার্টি, চারবার আওয়ামী লীগ দুইবার বিএনপি জয়ী হয়েছে

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এবারের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নে ভুল করলে এবং বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আসনটি জাপার (এরশাদ) হাতে চলে যেতে পারে তাছাড়া দীর্ঘদিন ধরে ফুলছড়ি সাঘাটা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুইটি ধারায় বিভক্ত দুই উপজেলায় পৃথক কমিটি ছিল একটি মরহুম ফজলে রাব্বী সমর্থিত আরেকটি মাহমুদ হাসান সমর্থিত এখনো কমিটির দন্দ্ব বিদ্যমান

বর্তমানে আসনটি আওয়ামী লীগের দখলে আছে উপ-নির্বাচন ঘিরে আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ডেপুটি স্পীকার ফজলে রাব্বীর মেয়ে ফুলছড়ি উপজেলা . লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা . লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফজলে রাব্বীর ছোট ভাই ফরহাদ রাব্বীর স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লুদমিলা পারভীন ছন্দা রাব্বী এবং সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন যুবলীগ সদস্য সুশীল চন্দ্র সরকার

এছাড়া আসনে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান নিটল, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক জয় যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ নাহিদুজ্জামান নিশাদ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ প্রচারণা চালাতে দেখা গেছে

আসনে দলীয় সম্মতি পেলে বিএনপির দলীয় প্রার্থী হতে পারেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক আতাউর রহমান সরকার এবং সাঘাটা উপজেলা জাপার সভাপতি, পরপর দুইবার নির্বাচিত সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু

গত ১৪ মার্চ অনুষ্ঠিত ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক মনোনীত হন ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলী বাবার স্বপ্ন পূরণে সদ্য রাজনীতিতে সক্রিয় হওয়া বুবলী জানান, বাবার সুখ্যাতি কাজে লাগিয়ে প্রচারণা চালাচ্ছি বাবা আসনের সাতবার সংসদ সদস্য দুই দফায় ডেপুটি স্পিকার ছিলেন তিনি রাজনৈতিক জীবনে যেমন সব সময় মানুষের পাশে ছিলেন; তেমনি এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক উন্নয়ন করেছেন

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদি ফারজানা রাব্বী বলেন, নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বাবা স্বপ্ন দেখতেন, সাঘাটা-ফুলছড়িকে মডেল টাউন করবেন সেই স্বপ্ন পুরণ করাসহ দুই উপজেলার মানুষের পাশে থাকতেই আমার রাজনীতিতে আসা চাচী লুদমিলা পারভীন ছন্দা রাব্বী মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি বলেন, পারিবারিক কোন বিভেদ নেই তাদের দল থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারেন মনোনয়ন চুড়ান্তের বিষয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা সিন্ধান্ত দিবেন

আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, এর আগেও নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন তাকে মনোনয়ন না দিয়ে ফজলে রাব্বীকে মনোনয়ন দেয়া হয় তারপরও দীরঘ সময় নিজে থেকেই রাজনীতিতে সক্রিয় থেকে দলকে সুসংগঠিত করেছি দুই উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীই তার উপর আস্থাশীল এছাড়া দুই উপজেলার তরুণ যুব সমাজের মধ্যে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে প্রাকৃতিক যে কোন দুর্যোগ নদী ভাঙনসহ চরাঞ্চলের মানুষের পাশে থেকে নানাভাবে সহায়তা করেছি আপামর মানুষের ভালবাসা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে লড়তে চাই দলের মনোনয়ন পেলে আসনটি ধরে রাখার শতভাগ আশাবাদী তিনি

অপর মনোনয়ন প্রত্যাশী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জানান, রাজনৈতিকভাবে তিনি ফুলছড়ি-সাঘাটা উপজেলাবাসীর কাছে পরিচিত দুই উপজেলার মানুষের পাশে থাকাসহ উন্নয়ন কর্মকাণ্ডে অনেক অবদান রয়েছে কারণে উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করছি

এছাড়া মনোনয়ন প্রত্যাশী সুশীল চন্দ্র সরকার বলেন, আমি একাধারে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির মাঠে সক্রিয় আছি তবে রাজনৈতিক দ্বন্দ্ব একক আধিপত্যের জন্য দলীয় পদ না পেলেও দলের দূরদিনে আন্দোলনে যেমন সক্রিয় আছি; তেমনি সব সময় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছিতিনি আরও জানান, আমি রাজনীতি করি আওয়ামী লীগের তবে সেবা করতে চাই জাতি, ধর্ম, বর্ণ দল-মত নির্বিশেষে সকলের

এদিকে, জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এবং সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের গোলাম শহীদ রঞ্জুর দায়িত্ব পালনকালে জনপ্রীয়তার সঙ্গে এলাকায় তাদের ইমেজ বেড়েছে ছাড়া আসনটি দীর্ঘদিন জাপার দখলে ছিল জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ২০০১ সালে এখানে সংসদ সদস্য ছিলেন কারণে আসনে জাপা এখনও সুসংগঠিত রয়েছে বলে দাবি দলটির

জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান সরকার বলেন, তিনি জেলা পরিষদ থেকে সাঘাটা-ফুলছড়ির ব্যাপক উন্নয়ন করেছেন আসনটি জাতীয় পার্টির ছিল, মনোনয়ন পেলে এবং উপ-নির্বাচন সুষ্ঠু হলে আসনটি জাপাকে ফিরিয়ে দিতে পারবেন এছাড়া গোলাম শহীদ রঞ্জু পার্টির সিন্ধান্ত হলে তিনি ভোটে লড়বেন এবং বিজয়ের মধ্যে দিয়ে আসনটি জাতীয় পার্টির কাছে ফিরে আসবে বলে প্রত্যাশা করেন

অপরদিকে, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুক আলম সরকার বলেন, নির্বাচন কমিশন যদি ভোট সুষ্ঠভাবে পরিচালনা করতে পারে, তাহলে তিনি দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী হবেন তবে সংশয় তো থেকেই যায় সুষ্ঠ ভোট হওয়া নিয়ে সুষ্ঠ ভোট হলে সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন

জানা গেছে, আসনে ১৯৭৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদের এগারটি নির্বাচন হয় এরমধ্যে ১৯৭৩ সালে আওয়ামী লীগের ওয়ালিউর রহমান ১৯৭৯ সালে (১৮ ফেব্রুয়ারি) বিএনপির রোস্তম আলী মোল্লা এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মতিউর রহমান (পরে তিনি মারা যান) সংসদ সদস্য নির্বাচিত হন

১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছিলেন ফজলে রাব্বী মিয়া ২০০১ সালের নির্বাচনে ফজলে রাব্বী মিয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকে হারিয়ে জাতীয় পার্টির রওশন এরশাদ এমপি নির্বাচিত হন ২০০৮ সালে দ্বিতীয় বারের মতো দলীয় নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন ফজলে রাব্বী মিয়া এরপর ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি বিনাপ্রতিদ্বন্দীতায় সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৮ সালে একাদশ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মনোনীত হন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে